পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সমাজসেবা অধিদফতর : ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চেক বিতরণ করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন
চেক বিতরণ করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন |নয়া দিগন্ত

সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার সমাজের দুস্থ ও অসহায়দের সহায়তা করছে জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সারাদেশে মেডিক্যালগুলোতে অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য বছরে ২৪ কোটি টাকা সহায়তা করে। চট্টগ্রামের বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমগুলোতে ১৩ হাজার শিশুকে অর্থ সহায়তা ও ৯৭ হাজার প্রতিবন্ধীকে সহায়তার আওতায় আনা হয়েছে।’

বুধবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম আয়োজিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বিগত অর্থ বছরে সরকার ৪ কোটি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের অনাথ, দুস্থ, বিধবা ও প্রতিবন্ধী মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব। সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে।’

অসহায় মানুষের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামে অনেক বড় বড় মানুষ আছেন। তাদের মন বিশাল। কোনো অসহায় মানুষকে এক বেলা আহার করিয়ে যে প্রশান্তি পাওয়া যায় তা অন্য কোনো কাজে পাওয়া যায় না। তাই সমাজের প্রান্তিক অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম সমাজসেবা কার্যালয় অসহায় ও দুস্থদের জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এ অধিদফতর দেশের দুস্থ, দরিদ্র, এতিম, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্যাপিটেশন গ্রান্ট, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিশেষ ভাতা, বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রম, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তা, ভিক্ষাবৃত্তি নিরসনসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এক কথায় সমাজসেবা অধিদফতর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ফরিদুল আলম, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের উপ-পরিচালক ফাহমিদা বেগম, বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন উপস্থিত ছিলেন।

সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর ও সাবরিনা রহমান লিনার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জসীম উদ্দিন, উর্বশী দেওয়ান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ আবুল কাশেম, সমাজসেবা অফিসার মো: আশরাফ উদ্দিন ও মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

পরে প্রধান অতিথি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য চট্টগ্রাম জেলার নিবন্ধিত ১৮১ সংস্থাকে অনুদান সহায়তা হিসেবে মোট ৬৬ লাখ ৬০ হাজার টাকার চেক, ৪১ জন দুস্থ ও দরিদ্র ব্যক্তিকে ৪ লাখ ১০ হাজার টাকার চেক, ১০২ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ৪৫ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও ২০০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।