মাভাবিপ্রবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়োটেক বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. মোহিউদ্দিন।

মেহেদী হাসান খান সিয়াম, মাভাবিপ্রবি
মাভাবিপ্রবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
মাভাবিপ্রবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত |ছবি : নয়া দিগন্ত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হলো ‘থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস অ্যান্ড স্ক্রিনিং ক্যাম্পেইন’।

রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বায়োটেক) বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত এ বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে বায়োটেক ক্লাব ও বায়োটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আবু জুবায়ের, প্রক্টর প্রফেসর ড. মো: ইমাম হোসেন এবং ছাত্রকল্যাণ ও পরামর্শ দান পরিচালক প্রফেসর ড. মো: ফজলুল করিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়োটেক বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. মোহিউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়োটেডের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোগাতুল ইসলাম।

থ্যালাসেমিয়ার ঝুঁকি নির্ধারণ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে রোগটির গুরুত্ব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়।