তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, হামলাকারীও গণপিটুনিতে নিহত

রোববার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইয়াসিন আলী সরদার, তালা (সাতক্ষীরা)

Location :

Tala
নিহত শিক্ষক শরীফুল গাজী
নিহত শিক্ষক শরীফুল গাজী |সংগৃহীত

সাতক্ষীরার তালায় শরীফুল গাজী (৩৮) নামে এক মাদরাসার শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে রাজু নামে এক ব্যক্তি। তবে গণপিটুনিতে তাকেও হত্যা করা হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, শাহপুর গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে রাজু গাজী (৩৬) মাদরাসার শিক্ষক শরিফুলকে ডেকে মাদরাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের।

আহত শিক্ষক শরিফুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলে তারো মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাইনউদ্দিন জানান, ‘লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’