বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে ভর্তিচ্ছু যে সকল আবেদনকারীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সমমানের সনদ নেই, তাদের ২৬ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (১৯ মে) ভর্তি পরীক্ষা-২০২৫-এর আঞ্চলিক কেন্দ্রভিত্তিক এ ফলাফল প্রকাশিত হয়।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মহা: আমিরুল ইসলাম ভর্তি পরীক্ষার এ ফলাফল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা ও ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষায় ৫,০১০ জন আবেদনকারীর মধ্যে ৩,৯১৭ জন উত্তীর্ণ হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম ২০ মে থেকে ২ জুন পর্যন্ত চলবে। এছাড়াও যেসব শিক্ষার্থীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/স্বীকৃত সমমানের সনদপত্র রয়েছে তাদের ভর্তির আবেদন ২০ মে থেকে ২ জুন পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।