আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয় থেকে উক্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জুলাই অভ্যুত্থানের শহীদ মাহবুবুল হাসানের বড় ভাই মাহমুদুল হাসান, আসন কমিটির পরিচালক জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য এবং আসন কমিটির সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, জেলা মজলিশে শূরা সদস্য এবং দাগনভূঁঞা উপজেলা সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলাল সহ জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।



