এক সপ্তাহের মাথায় ফের ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
তবে ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় অনেকেই তা অনুভব করতে পারেননি।
রোববার ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সজিব হোসেন ভুইয়া।
এর আগে, ১৪ সেপ্টেম্বর বিকাল ৫টা ১১ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূতি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভুটানে। এ সময় বাংলাদেশসহ ৬টি দেশে এই ভূমিকম্প অনুভূত হয়।
গত ৫ মার্চ সকালেও সিলেটে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৬।
তার আগে, ২৬ ফেব্রুয়ারি সিলেটে দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।