ফরিদপুর প্রতিনিধি ও আলফাডাঙ্গা সংবাদদাতা
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুইদিন পর আমির হামজা ওরফে হানযালা (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ আলফাডাঙ্গা থানা পুলিশ উদ্ধার করেছে।
নিহত আমির হামজা হানযালা উপজেলার সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের ছায়েন উদ্দিনের ছেলে। সে চান্দড়া তা’লিমুল কুরআন মাদরাসা ও এতিমখানার জামাত বিভাগের দ্বিতীয় জামাতের ছাত্র। গত রোববার আছর নামাজের পর থেকে সে নিখোঁজ ছিলো।
জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে চর চান্দড়া গ্রামের মতিয়ার শেখের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়া লাশের মুখের স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, মতিয়ার শেখের স্ত্রী হাঁস আনতে গিয়ে পুকুরের পানিতে ভাসমান একটি বস্তা দেখতে পান। সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। এরপর রাত ৮টার দিকে আলফাডাঙ্গা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
চান্দড়া তা’লিমুল কুরআন মাদরাসার মোহতামিম মাওলানা আমিনুল্লাহ বলেন, ‘রোববার আছরের নামাজের পর হানযালা রুম থেকে বের হওয়ার পর আর তার দেখা মেলেনি। আমরা দুই দিন ধরে মাইকিং করেছি—কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি।’
নিহতের বাবা শুকুরহাটা গ্রামের ছায়েনউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার তিনটা মেয়ে, একটাই ছেলে—হানযালা। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার থানায় একটি জিডি করি।’
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম বলেন, ‘হানযালার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’



