‘এক দেশ এক রেট, বাঁচলে কৃষক বাঁচবে দেশ'—এ স্লোগানে ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক পাওয়ার দাবিতে মানিকগঞ্জের ঘিওরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সিংজুরী ইউনিয়ন কৃষক সমাজের উদ্যোগে সিংজুরী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো: তোজাম্মেল হক তোজা, স্থানীয় কৃষক আলেক মিয়া, মিনহাজ উদ্দিন, আলতাব হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আব্দুল হক, তোরাব আলী ও মিজানুর রহমান।
এ সময় বক্তারা বলেন, ‘কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি বীজ, সার ও কীটনাশকের বাজারকে সিন্ডিকেটমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে রাখতে হবে।’
মানববন্ধনে সিংজুরী ইউনিয়ন ও আশপাশের দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো: তোজাম্মেল হক তোজা বলেন, ‘এ মানববন্ধনের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। আমাদের একটাই দাবি—কৃষক যেন ন্যায্যমূল্যে ও হয়রানিমুক্তভাবে সার পায়।’
তিনি অভিযোগ করেন, ‘কিছু অসাধু ডিলার কৃত্রিম সঙ্কট তৈরি করে সরকারি দামের চেয়ে প্রতি বস্তায় এক হাজার টাকা পর্যন্ত বেশি দামে সার বিক্রি করছে।’



