ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে অবস্থিত রওজাতুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানার জানালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। এ সময় মাদরাসার শিশু শিক্ষার্থীদের দুই বস্তা খাবার চাল, দুটি পানির মোটর ও ফ্যানসহ আরো বেশকিছু মালামাল চুরি হয়।
স্থানীয়রা জানায়, এখানে একটি সংঘবদ্ধ চোর দল এমনটি করেছে বলে আভাস পাওয়া গেছে।
মাদরাসার মোহতামিম সাহাঙ্গীর মিয়া বলেন, মাদরাসার শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ায় তিন দিনের ছুটি দেয়া হয়। বুধবার সকালে আমিসহ শিক্ষকরা মাদরাসায় এসে দেখি টিনের ঘরের পেছনের একটি জানালা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণকে বিষয়টি অবগত করার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।
উল্লেখ্য, দেশের শীর্ষ আলেম আল্লামা মাহমুদুল হাসান এবং চরমোনাই পীরের পরামর্শে এই মাদরাসাটি পরিচালিত হয়।
বুধবার ভাঙ্গা থানার এসআই রতন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।