দৌলতপুরে ১১ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ আটক ৫

জব্দ মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের দৌলতপুর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম

আহাদ আলী নয়ন, দৌলতপুর (কুষ্টিয়া)

Location :

Kushtia
অস্ত্র ও মাদক জব্দ করে বিজিবি
অস্ত্র ও মাদক জব্দ করে বিজিবি |নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় সাড়ে ১১ কোটি টাকার মাদকদ্রব্য, বিদেশি পিস্তল ও গুলিসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন মুন্সীগঞ্জ এলাকায় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: জাকিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছুম্মাত আলীর ছেলে সিনবাদ আলী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শওকত আলীর ছেলে মিন্টু হোসেনকে দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল এসএসডিসহ (৫০ এমএল) আটক করে বিজিবি সদস্যরা।

আটক সিনবাদ আলী দৌলতপুর আশ্রয়ণ বিওপি এলাকায় গত জুন মাসে সঙ্ঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত।

অন্যদিকে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে একই এলাকায় বিজিবি পৃথক আরেকটি অভিযান চালিয়ে চড়ুইকুড়ি মরারচরের গাজী মন্ডলের ছেলে স্বপন মন্ডল, দুল্লুক মন্ডলের ছেলে শরিফুল ইসলাম ও ইনসাফনগর মুন্সিপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫৪ বোতল ফেন্সিডিল ও দুটি মোবাইল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ হাজার টাকা।

জব্দ মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের দৌলতপুর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম