পানছড়িতে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ

বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে।

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Location :

Panchhari
পানছড়িতে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ
পানছড়িতে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ |নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়িতে বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের উপস্থিতিতে মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা জেলেদের মাঝে ছাগল, ছাগলছানা ও শুকর ছানা তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, জেলেদের জীবিকা ও জীবনমান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির এ কার্যক্রম।

উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবেন বলে তিনি আশ্বস্ত করেন।

বিতরণকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ইব্রাহিম খলিল, প্রকৌশলী মো: রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলা সমাজ সেবা ফিল্ড ফ্যাসিলেটর আইচ্যুক ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।