গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে ৯ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের পর হত্যার অভিযোগে সোহাগ নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) ভোররাত ৪টার দিকে চাওবন বেড়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত হরমু মেম্বারের ছেলে।
রোববার বিকেলে শ্রীপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম। তিনি জানান, গত শনিবার সকালে সোহাগ কৌশলে প্রতিবেশী শিশু হুজাইফাকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করে। পরে শিশুটিকে ১০০ টাকা দিয়ে পেপসি ও চিপস আনতে পাঠায়। কিন্তু হুজাইফা তা না এনে আবার জঙ্গলে ফিরে এলে তাকে চড় থাপ্পড় মারে সোহাগ। এক পর্যায়ে হুজাইফা ঘটনাটি বাড়িতে জানিয়ে দেয়ার হুমকি দিলে, সোহাগ তাকে শ্বাসরোধে হত্যা করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ নিজের দোষ স্বীকার করেছে।
উল্লেখ্য, শনিবার (১১ অক্টোবর) বিকেলে শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের চাওবন এলাকার একটি জঙ্গল থেকে হুজাইফার লাশ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় হারুনুর রশিদের ছেলে।