বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা
বগুড়ার কাহালু পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৩৩ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৯৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) কাহালু পৌর ভবনের হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব। সঞ্চালনায় ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এখলাস হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (ওয়াটার সুপার) শরিফুল ইসলাম, কাহালু পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সভাপতি শফিকুল ইসলাম, শফি কামাল, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম (লিটন) প্রমুখ।
এদিকে, বাজেট অধিবেশন দুপুর ১২টায় ডেকে প্রায় দেড় ঘণ্টা পর তা শুরু করায় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।