পঞ্চগড়ে শীতে কাবু হয়ে পড়েছে মানুষ

সকাল ৯টায় ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়।

আসাদুজ্জামান আসাদ, পঞ্চগড়

Location :

Panchagarh
হেড লাইট জ্বালিয়ে চলছে বাস
হেড লাইট জ্বালিয়ে চলছে বাস |নয়া দিগন্ত

পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যহত রয়েছে। সাদা ঘন-কুয়াশা আর হিম বাতাসে মানুষ কাবু হয়ে পড়েছে। কাজের জন্য বাইরে যাওয়া কষ্টকর হয়ে উঠেছে তাদের।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়। বাতাসের আদ্রতা ছিল ৯৭ ভাগ। বাতাসের গতিবেগ ঘণ্টায় সাত থেকে আট কিলোমিটার।

আবহাওয়া অফিস জানায়, গত কয়েক দিন ধরে মৃদ শৈত্য প্রবাহ চলছে। গরীব-অসহায় ও সাধারণ মানুষ প্রচণ্ড শীতে মানবেতর জীবন-যাপন করছে। সাদা কুয়াশা ও হিম বাতাস বইছে। কয়েক দিন ধরে বাতাসের গতিবেগ ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার।

সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। গরীব-অসহায় মানুষ জন গাছের পাতা, খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। রাতের বেলা চট গায়ে দিয়ে ঘুমাচ্ছেন অনেকে। শীতের কারণে বোরোর বীজ তলা, রসুন-পিয়াজসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিকাল থেকে কুয়াশা পড়ছে। সন্ধা হলেই হাট বাজারে মানুষজন ফাকা হয়ে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, গত ১২ ডিসেম্বর থেকে মৃদ শৈত্য প্রবাহ চলছে। আজ শনিবার সকাল ৯ ঘটিকার সময় ১২ দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে। সামনে আরো তাপমাত্রা কমে যাওয়ার সম্ভবনা রয়েছে।

Topics