তালতলীতে ইঁদুর দমনের বৈদ্যুতিক ফাঁদে আটকে শিশুর মৃত্যু

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ইমরান নামে দ্বিতীয় শ্রেণির এক শিশুর মৃত্যু হয়েছে; অভিযুক্ত ব্যক্তি পলাতক।

ইউসুফ আলী, তালতলী (বরগুনা)

Location :

Taltali
তালতলী থানা
তালতলী থানা |ফাইল ছবি

বরগুনার তালতলী উপজেলায় ধানক্ষেতে ইঁদুর দমনের বৈদ্যুতিক ফাঁদে আটকে ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইমরান ওই এলাকার রিপা বেগমের ছেলে। সে হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমরান তার মায়ের সাথে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। সেখানে স্থানীয় আবু সালেহ ইঁদুর নিধনের উদ্দেশে অবৈধভাবে মসজিদের বিদ্যুৎ সংযোগ নিয়ে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ফাঁদের আশপাশে কোনো সতর্কবার্তা বা চিহ্ন না থাকায় ইমরান অসাবধানতাবশত তাতে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, কৃষিজমিতে এভাবে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার গুরুতর অপরাধ। এ ধরনের দুর্ঘটনা রোধে কঠোর নজরদারি প্রয়োজন।

ঘটনার পর অভিযুক্ত আবু সালেহ পলাতক রয়েছেন বলেও জানিয়েছে স্থানীয়রা।

শিশু ইমরানের মা বলেন, ‘আমি বুঝতেই পারিনি সেখানে বিদ্যুৎ ছিল। মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে মারা গেল।’

তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো: ইমরান শেখ জানান, কৃষিজমিতে মসজিদের সংযোগ ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।