জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার ওয়াসিস হোটেলে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন।
এসময় বক্তব্য রাখেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর নায়েবে আমির অধ্যাপক একে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন নাছির আহমেদ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান। এতে কুমিল্লার সাংবাদিকসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।