রায়পুরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশে কয়েকজন রোগী অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে; কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।

Location :

Raipur
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশের অভিযোগ উঠেছে
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশের অভিযোগ উঠেছে |নয়া দিগন্ত

কামাল উদ্দীন, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরে রোগীদের শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশের অভিযোগ উঠেছে। এতে তাৎক্ষণিকভাবে কয়েকজন রোগী শারীরিক প্রতিক্রিয়ার শিকার হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের কয়েকজন রোগীকে চিকিৎসা দেয়ার সময় কর্তব্যরত নার্স তিন মাস আগে মেয়াদোত্তীর্ণ হওয়া স্যালাইন ব্যবহার করেন। এতে মরিয়ম নামের মধ্যবয়সী এক নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় শিশুসহ আরো কয়েকজন নারী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় রোগীর স্বজনরা গণমাধ্যমকর্মীদের খবর দিলে তারা হাসপাতালে গিয়ে প্রায় ৩০টির মতো মেয়াদোত্তীর্ণ স্যালাইন মজুদ দেখতে পান।

তবে এ বিষয়ে কর্তব্যরত নার্স জানান, বিষয়টি তার অজানা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বাহারুল আলম জানান, অসুস্থ রোগীদের তিনি নিজে গিয়ে পর্যবেক্ষণ করেছেন। আপাতত তাদের অবস্থা স্বাভাবিক থাকলেও রক্তের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। রিপোর্ট হাতে এলে বিষয়টি পরিষ্কার হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদের ব্যাপারেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।