নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জামাইয়ের (মেয়ের স্বামী) গাড়ির চাপায় শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী দণি দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্বশুরের নাম এনতাজুল হক (৬৫)। তিনি দণি দুরাকুটি ঘোপাপাড়া গ্রামের মরহুম আজগার আলীর ছেলে। তার জামাইয়ের নাম আবু তাহের। ঘটনার পর পুলিশ আবু তাহেরকে আটক করে।
প্রত্যদর্শীরা জানায়, পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার নামাজের আগে জামাই আবু তাহের ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে জামাই আবু তাহের রাগ করে তার শ্বশুর বাড়ির উঠান থেকে নিজেই ব্যক্তিগত গাড়ি চালিয়ে চলে যাচ্ছিলেন। এ সময় শ্বশুর এনতাজুল গাড়ির সামনে দাঁড়ালে জামাই শ্বশুরকে গাড়িচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জামাই আবু তাহেরকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, গাড়ির চাপায় মৃত্যুর ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।



