পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)

আদিবাসী স্বীকৃতি দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

‘অনেকেই না বুঝে উপজাতিদের আদিবাসী বলেন। কিন্তু উপজাতি/পাহাড়ি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আদিবাসী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে দেশের সার্বভৌমত্বের ওপর ক্ষতিকারক প্রভাব পড়বে।’

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati Sadar
আদিবাসী স্বীকৃতি দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিসিপির মানববন্ধন
আদিবাসী স্বীকৃতি দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিসিপির মানববন্ধন |নয়া দিগন্ত

আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি পৌর শাখা।

রোববার (১০ আগস্ট) রাঙ্গামাটি শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে পিসিসিপি রাঙ্গামাটি পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক হাবীব আল মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল হাসান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, পিসিসিপি রাঙ্গামাটি জেলা যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, পৌর সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক হাবিব আল মাহমুদ বলেন, ‘অনেকেই না বুঝে উপজাতিদের আদিবাসী বলেন। কিন্তু উপজাতি/পাহাড়ি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আদিবাসী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে দেশের সার্বভৌমত্বের ওপর ক্ষতিকারক প্রভাব পড়বে।’

তিনি বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতিরা নয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরাই পার্বত্য চট্টগ্রামের আদি বাসিন্দা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কর্তৃক আদিবাসী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে পৃথক রাষ্ট্রে পরিণত করার সূদর প্রসারী ষড়যন্ত্র। তাই কেউ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/উপজাতিদের যাতে ‘আদিবাসী’ না বলে সে বিষয়ে সকলে সচেতন থাকার আহ্বান জানান তিনি।