দেবীগঞ্জে সার গুদামে যৌথ বাহিনীর অভিযান, জরিমানা

উদ্ধার করা এসব সার সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হবে।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Location :

Panchagarh
যৌথ বাহিনীর অভিযান।
যৌথ বাহিনীর অভিযান। |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষিরহাট বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকিব হাসানের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

এক ঘণ্টার অভিযানে বাজারের সার ব্যবসায়ী শহিদুল ইসলাম বাবলুর প্রতিষ্ঠান শিখা মনি ট্রেডার্স -এর বিভিন্ন গুদাম থেকে ১,৯১১ বস্তা সার অবৈধভাবে মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উদ্ধার করা এসব সার সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হবে এবং সার বিক্রির অর্থ শহিদুল ইসলামকে বুঝিয়ে দেয়া হবে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদস্য ও দেবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম।