ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মহেলা (৭৪) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (২৭ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহেলা বেগম ধামরাই উপজেলা কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকার আশরাফ আলীর স্ত্রী।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার এস আই আনজিল আহমেদ তুষার।
পুলিশ জানায়, অজ্ঞাত পরিবহনের চাপায় ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় ঘটনাস্থলেই একজন বৃদ্ধা নারী নিহত হোন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।