সুপ্রদীপ চাকমা

ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি সমস্যার সমাধানে কাজ করছে সরকার

এ সময় আসন্ন দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন পার্বত্য উপদেষ্টা।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
কর্মশালায় অতিথিদের সাথে সুপ্রদীপ চাকমা
কর্মশালায় অতিথিদের সাথে সুপ্রদীপ চাকমা |ছবি : নয়া দিগন্ত

ডিজিটালাইজেশনের মাধ্যমে দেশের ভূমি সমস্যার সহজ সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যার সমাধান সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমেই সম্ভব হবে বলেও জানান তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

সুপ্রদীপ চাকমা বলেন, বিশ্বের অনেক দেশে ভূমি ব্যবস্থাপনায় মাস্টারপ্ল্যান থাকলেও বাংলাদেশে তা হয়নি। তবে ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি সমস্যার সহজ সমাধানে সরকার কাজ করছে।

কর্মশালায় চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, তিন পার্বত্য জেলার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় আসন্ন দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন পার্বত্য উপদেষ্টা।

সভা শেষে তিন পার্বত্য জেলার সার্কেল চিফ, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, হেডম্যান, কার্বারীদের নিয়ে আলাদা একটি সভা অনুষ্ঠিত হয়।