শহীদ হাদির মৃত্যুতে গাইবান্ধায় ব্লকেড কর্মসূচি : জুলাই শহীদ-আহত পরিবারের অংশগ্রহণ

শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরনো বাজার মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা

Location :

Gaibandha
শহীদ হাদির মৃত্যুতে ব্লকেড কর্মসূচি
শহীদ হাদির মৃত্যুতে ব্লকেড কর্মসূচি |নয়া দিগন্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় গাইবান্ধা শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালের মূল সড়কে অবস্থান নিয়ে ব্লকেড করে রাখা হয়। এতে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শহরের পুরনো বাজার মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের ডিবি রোড প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালের সমানে সমবেত হয়। সেখানে বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিয়ে ব্লকেড করে রাখে।

এতে গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, জুলাই শহীদ, আহত পরিবারের সদস্য ও শিক্ষার্থী ছাড়াও সাধারণ জনতা অংশ নেয়। এ সময় বাস টার্মিনালের সামনের গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টার্মিনাল থেকে ঢাকাগামী বাস ছাড়তে পারেনি এবং ঢাকা থেকে আগত একাধিক বাস সড়কে আটকা পড়ে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া নেতারা শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আওয়ামী লীগ ও জাতীয় পাটির রাজনীতির বন্ধের দাবি জানায় তারা। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে বিক্ষোভকারী।