বড়াইগ্রামে খেলার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু

রোববার (১৮ মে) সন্ধ্যায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
বড়াইগ্রাম থানা
বড়াইগ্রাম থানা |সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বিষাক্ত সাপের কামড়ে আদরী খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ মে) সন্ধ্যায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এদিন বিকেলে নিজ বাড়িতে খেলার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।

আদরী খাতুন উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আল আমিনের মেয়ে।

জোয়াড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলী আকবর জানান, রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আদরী বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি লোক মুখে শুনেছি। নিহতের স্বজনরা লাশটি পারিবারিকভাবে দাফন করেছেন।