শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ‘মাস্টারিং অ্যাকাডেমিক রাইটিং : ফ্রম প্ল্যানিং টু প্রোডাকশন’ শীর্ষক দুই দিনব্যাপী অ্যাকাডেমিক রাইটিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সাস্ট রাইটিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ের ৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এ কর্মসূচি ১ ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় আইকিউএসি ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ভিসি অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন।
উদ্বোধনী বক্তব্যে ভিসি বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীরা যোগ্য হলেও গবেষণায় ইলেকট্রনিক যোগাযোগ ঘাটতি রয়েছে। অধ্যাপকদের সাথে কাজ করতে গিয়ে লেখার ধরণ ও পদ্ধতি শেখা যায়। তোমরা রিসোর্স পারসনদের কাছ থেকেও সাহিত্য পর্যালোচনার গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে শিখবে, যা ভবিষ্যতে তাদের আরো দক্ষ গবেষক হিসেবে গড়ে তুলবে।’
রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুরাদ বলেন, ‘প্রশিক্ষণের লক্ষ্য হলো গবেষণা ও থিসিস লেখার মৌলিক ধারণা, কাঠামো এবং ভাষার শুদ্ধতা সম্পর্কে শিক্ষার্থীদের প্রস্তুত করা। অংশগ্রহণকারীরা থিসিসের গঠন, লিটারেচার রিভিউ করার কৌশল, উৎস ব্যবহারের নীতি, এবং অ্যাকাডেমিক লেখার স্টাইল ও প্রবাহ উন্নত করার বিষয়গুলোতে হাতে-কলমে দিকনির্দেশনা পাবেন।’
এ ছাড়া একই বিষয়ে সাস্ট রাইটিং সেন্টার ৮ ও ৯ ডিসেম্বর দ্বিতীয় দফার প্রশিক্ষণ আয়োজন করবে। এতে কৃষি ও খনিজ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, জীববিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান অনুষদের মাস্টার্স, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের আরো ৪৫ জন অংশ নেবেন।



