জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমাবেশ ও র্যালি করেছে বিএনপি।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর দলীয় র্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ঈশ্বরগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানকার তরুণরা কাজের অভাবে শহরমুখী হচ্ছে, শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত, আবার চিকিৎসা সেবার মানও তেমন ভালো নেই। আমি নির্বাচিত হলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনব। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো।’
তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিন, আমি আপনাদেরকে একটি উন্নত সমৃদ্ধ এলাকা উপহার দেবো।’
সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মো: সাইদুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ও পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শাহজাহান জয়পুরী, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, শরীফ আবেদীন জায়েদী প্রমুখ।
এর আগে বেলা ৩টা থেকে দলে দলে মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জড়ো হন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



