গাইবান্ধায় ইটভাটার জন্য সৃষ্ট গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় গর্তের পানিতে ডুবে জুনায়েদ ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Location :

Saghata
গাইবান্ধায় ইটভাটার জন্য সৃষ্ট গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধায় ইটভাটার জন্য সৃষ্ট গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার সাঘাটায় ইটভাটার জন্য মাটি খননে সৃষ্ট গর্তের পানিতে ডুবে জুনায়েদ ইসলাম (৪) নামে এক শিশু মারা গেছেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের হাফানিয়া গ্রামের এসএসবি ইটভাটায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের হাফানিয়া গ্রামের এমদাদুল ইসলামের ছেলে জুনায়েদ ইসলাম (৪) প্রতিদিনের মতো বাড়ির পাশে খেলতেছিল। খেলেতে খেলতে বুধবার দুপুরে বাড়ির পাশের ইটভাটা সংলগ্ন এলাকায় গর্তে পরে ডুবে যায়। পরে তার খেলার বন্ধুরা বাড়িতে খবর দিলে স্থানীয়রা পানি থেকে জুনায়েদের মৃত দেহ উদ্ধার করে।

শিশু জুনায়েদের বাবা এমদুদুল ইসলাম জানান, এসএসবি ইটভাটার জন্য পাশের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেয়ায় গর্ত তৈরি হয়। কয়েক দিনের বৃষ্টিতে গর্তটি পানিতে ভরে যায়। আজ আমার ছেলে খেলতে গিয়ে সমতল জায়গা ভেবে ওই গর্তে পরে পানিতে ডুবে মারা যায়।

এই বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করছেন । তবে শিশুর পরিবারের পক্ষ থেকে অপমৃতুর মামলা করা হয়েছে।