সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীম।
রোববার (১৬ নভেম্বর) লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক করীম বলেন, ‘সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য সৎ, আদর্শিক ও নীতিনিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত জরুরি। সেই মূল্যবোধভিত্তিক নেতৃত্বের ধারক ও বাহক হিসেবেই জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দুর্নীতি, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে জামায়াতের অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল।’
তিনি বলেন, ‘মানবিক সমাজ গঠনে ইসলামের ন্যায়নীতিকে সামনে রেখে জামায়াতে ইসলামী জনতার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে। তাই অন্যায়-অবিচারমুক্ত রাষ্ট্রব্যবস্থা গঠনে জামায়াত আজও জনগণের কাছে একটি বিশ্বস্ত শক্তি। ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণ আমাদের সহযোগিতা করবেন—এটাই প্রত্যাশা।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, খিদিরপাড়া ইউনিয়ন সভাপতি কাজী শাহ আলম, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ হাবিবুর রহমান ও সেক্রেটারি মো: দুলাল পাইকসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।



