ধামরাইয়ে অবাঞ্ছিত ঘোষণাকারীদের সাথে নিয়ে এনসিপির প্রার্থীর সংবাদ সম্মেলন

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দকে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি, যাদের মধ্যে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা অংশও ছিল।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে এনসিপির সংবাদ সম্মেলন
ধামরাইয়ে এনসিপির সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) মনোনীত ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ দলীয় সমঝোতার কথা জানিয়েছেন সংবাদ সম্মেলনে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দকে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি, যাদের মধ্যে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা অংশও ছিল।

এ সময় নাবিলা তাসনিদ বলেন, ‘এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে সম্পর্কের অবনতি অবসানের লক্ষ্যে আজকের এই সমঝোতার সংবাদ সম্মেলন।’

এছাড়া তিনি বলেন, ‘১৫ জানুয়ারি ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল। সেই শীর্ষ নেতাদের যে প্রেস ব্রিফিং হয়েছে তা সকলেই অবগত। তারই ধারাবাহিকতায় আজ আমি ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমার সাথে ধামরাই শাখার এনসিপির নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেছেন।’

ধামরাই থানা বাসস্ট্যান্ডের মনোয়ার কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সংগঠক মো: রাসেল মোল্লা।

এছাড়া উপস্থিত ছিলেন এনসিপি ধামরাই শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানম, সদস্য অধ্যাপক সামিউর রহমান, সদস্য আশিকুর রহমান, এনসিপির ছাত্রশক্তির আহ্বায়ক সামিউল ইসলাম ও সদস্য সচিব কাওছার আহম্মেদ প্রমুখ।

ধামরাই শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল হোসেন খোকন বলেন, ‘এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে নাবিলা তাসনিদ আপাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। আজ (সোমবার) থেকে নাবিলা তাসনিদের সাথে সমন্বয় করে তাকে বিজয়ী করতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ এনসিপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।