জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে উজ্জ্বল মিয়া (২০) নামে এক যুবক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৪ জুন) উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা জাফরশাহী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উজ্জ্বল মিয়া ভাটারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল মিয়া সৌদি আরবে যাওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে ঢাকা যায়। কাজ শেষে যমুনা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন তিনি। ট্রেন ভাটারা জাফরশাহী রেলস্টেশনে পৌঁছলে উজ্জ্বল ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আশীষ চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।



