আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি খ্যাত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সরাইল উপজেলা সদরে গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।
এসময় নির্বাচনী জোট প্রসঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘আগামী ১৮ অক্টোবর আমাদের জমিয়তে উলামায়ে ইসলামের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমরা কাদের সাথে জোটে যাচ্ছি। তবে বিএনপির সাথে জোট হলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ইনশাআল্লাহ আমি পাবো।’
তিনি আরও বলেন, ‘উলামায়ে কেরাম চারদলীয় জোটে ছিলো, ২০ দলীয় জোটেও ছিলো। ২০১৮ সালের নির্বাচনে ২০ দলীয় জোট আমাকে এই আসন থেকে মনোনয়ন দিতে চেয়েছিল, কিন্তু প্রয়াত আব্দুস সাত্তার ভূঁইয়া আমাকে অনুরোধ করেছিলেন। মুরুব্বি হিসেবে তার সম্মানার্থে আমি তখন প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছিলাম।’
এদিকে বিএনপি সমর্থিত জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মাওলানা জুনায়েদ আল হাবিবের নাম ঘোষণা না হলেও সরাইল-আশুগঞ্জের রাজনীতিতে এ গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলমান। এ নিয়ে তৃণমূলে চলছে মিশ্র প্রতিক্রিয়া।
ইতোমধ্যে বিএনপির আটজন মনোনয়ন প্রত্যাশী দলের হাইকমান্ড ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিবৃতি দিয়ে জোটের প্রার্থীকে সমর্থন না দেয়ার অনুরোধ জানিয়েছেন। অপরদিকে, তৃণমূলে অনেক নেতাকর্মী বলছেন— দলের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্তই হবে চূড়ান্ত, সেটি মেনে নিতেই তারা প্রস্তুত।