কক্সবাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা

অত্র এলাকার অসহায় ও দুঃস্থ জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে একটি স্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যাতে কেউ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
কক্সবাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা
কক্সবাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা |নয়া দিগন্ত

কক্সবাজার শহরের লিংক রোডস্থ জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ ক্যাম্পাসে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১৮৮৭ জন গরিব ও অসহায় রোগীকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করেছে মানবিক সংগঠন ‘এইড ফর হিউম্যানিটি’।

গত শনিবার ও রোববার আয়োজিত এই ক্যাম্পে এতিম ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় শ্রমজীবী নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ গ্রহণ করেন।

জানা গেছে, গত শনিবার ৯১১ জন এবং রোববার ৯৭৬ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা কার্যক্রম পরিচালনায় ঢাকা থেকে আগত ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল (নারী, শিশু, চর্ম, গাইনি ও মেডিসিন) অংশ নেন। রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে আগাম টোকেন ও সময়সূচি নির্ধারণ করা হয়। এতিম শিক্ষার্থীদের জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করে চিকিৎসা সেবা দেয়া হয়।

এইড ফর হিউম্যানিটি’র চেয়ারম্যান সাআদ নিজামী ক্যাম্পের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘অত্র এলাকার অসহায় ও দুঃস্থ জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে একটি স্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যাতে কেউ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন।’

স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজারের প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও দৈনিক সংগ্রামের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সাবেক প্রিন্সিপাল মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধিরা।

মেডিক্যাল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবকরা।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে থেকেই ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হয়।