আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী শায়খ নেছার আহমাদ আনছারী বলেছেন, ‘সারা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসেবে চিনেন। এবার বাংলাদেশকে আক্ষরিক অর্থে কোরআনের রাষ্ট্রে পরিণত করতে হবে।’
রোববার (৩ আগস্ট) বিকেলে আশুগঞ্জের স্থানীয় ভেনিস বাংলা হোটেলে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শায়খ নেছার আহমাদ বলেন, ‘সরাইল ও আশুগঞ্জের রয়েছে বিশাল ভৌগোলিক গুরুত্ব। অথচ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত এ দুই উপজেলা। নির্বাচিত হলে এ অঞ্চলকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো হবে ইনশাআল্লাহ।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আশুগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হাজী জসীম উদ্দিন, সরাইল শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, মুজাহিদ কমিটির সভাপতি হাজী জালাল মিয়া, সদস্য মো: নুরুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভায় আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের নেতৃত্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।