জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘জুলাই শহীদদের স্মরণে মানুষের সেবার এ আয়োজন আমাদের সামাজিক দায়িত্ববোধকে আরো গভীর করে। দরিদ্র মানুষের চিকিৎসা-সংগ্রাম আমাকে সব সময় নাড়া দেয়। এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগ আরো বাড়ানো দরকার। বাউফলের প্রতিটি মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবে এমনটি নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।’
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পটুয়াখালীর বাউফলে আয়োজিত এক ফ্রি মেডিক্যাল ক্যাম্পে তিনি এসব কথা বলেন। এর আগে জামায়াতের এ নেতা স্বাস্থ্যসেবা কার্যক্রমটি ঘুরে দেখেন।
ক্যাম্পের চিকিৎসকেরা জানান, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, গ্যাসট্রিক, চর্মরোগ ও শিশুদের সাধারণ রোগসহ বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা এসেছেন। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল বেশি।
এদিকে বিনামূল্যে ওষুধ সরবরাহে সহযোগিতা করেছে বায়োফার্মা লিমিটেড ও ইবনে সিনা লিমিটেড।
আয়োজকরা জানান, কয়েক শ‘ মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। ক্যাম্পে নারী-পুরুষ উভয়েরই উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এখানে স্বাস্থ্যসেবা নিতে ভোর থেকেই গ্রামের বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন দরিদ্র ও নিম্নআয়ের মানুষজন। চিকিৎসকরা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
জানা যায়, চিকিৎসাসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম। এর নেতৃত্বে ছিলেন ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও ড. শফিকুল ইসলাম মাসুদের সহধর্মিণী ডা: জাকিয়া ফারহানা।
স্থানীয় বাসিন্দারা বলেন, জেলার সরকারি হাসপাতাল দূরে হওয়ায় অনেকেই নিয়মিত চিকিৎসা পান না। ফ্রি মেডিক্যাল ক্যাম্প হওয়ায় তাদের জন্য এটি বড় সহায়তা। তারা এ ধরনের উদ্যোগ আরো বাড়ানোর দাবি জানিয়েছেন এবং চিকিৎসা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় তাদের।



