ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে সদ্য এমবিবিএস পাস করা তিন শতাধিক নবীন চিকিৎসকদের নিয়ে রিসিপশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে কুমিল্লার ফানটাউন অডিটোরিয়ামে এই ইন্টার্ণ চিকিৎসক রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা অঞ্চলের পাঁচ মেডিক্যাল কলেজের নবীন চিকিৎসকদের উদ্দেশে বক্তারা আরো বলেন, ‘আপনার মেধাবী হওয়ায় অহংকার করবেন না, রোগীদের এমনভাবে সেবা দেবেন যেন রোগী আপনাকে দেখে মানসিক শক্তি পায়।’
এনডিএফ কুমিল্লা শাখার সভাপতি ডা: জহির উদ্দীন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি প্রফেসর ডা. মাহমুদ হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন এনডিএফ কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, এনডিএফ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা: মুজিবুর রহমান।
অতিথির বক্তব্য রাখেন ডা: নুরুস শাফি, কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: শফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা: জাহাঙ্গীর আলম মজুমদার, মাহবুবুল ইসলাম মজুমদার ও কুমিল্লা সিভিল সার্জন ডা: আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।
ইন্টার্ণ চিকিৎসক রিসিপশন প্রোগ্রামে ‘সময়ের পরিক্রমায় এনডিএফ কুমিল্লা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এনডিএফ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: ফজলুল হক লিটন, আর ক্যারিয়ার বিষয়ে বক্তব্য রাখেন ডা: শাহ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনডিএফ কুমিল্লা চিকিৎসক বিষয়ক সম্পাদক ডা: সৈয়দা তানজিনা কামাল, কুমিলা মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা: আবদুল মান্নান, কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ডা: যোবায়ের আহমেদ, কুমিল্লা ইস্টার্ন মেডিক্যাল কলেজের ডা: রিপা আক্তার ও কুমিল্লা ময়নামতি মেডিক্যাল কলেজের ডা: আনিসুল হক চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: জহিরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিএফ কুমিল্লা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মো: জুয়েল রানা।



