মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচারের অভিযোগে গ্রেফতার ৬

ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। মানবপাচার চক্রের মূলহোতা বিল্লাল ও তার স্ত্রী লুনাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Cumilla
গ্রেফতার ছয় ব্যক্তি
গ্রেফতার ছয় ব্যক্তি |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের কার্যক্রম পরিচালনার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার জাকিরের বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার চাপিতলা গ্রামের লিটন মিয়ার ছেলে শাহ পরান (২১), মুরাদনগর দক্ষিণপাড়া খাইরুল ইসলামের ছেলে নাঈম আহমেদ (১৮), রানীমুহুরী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রাকিব (১৮), চাপিতলা গ্রামের সোহেল মিয়ার মেয়ে রুমা আক্তার (১৯), রাণীমুহুরী গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী সাদিয়া (১৯) ও নবীপুর পশ্চিম পাড়া কবির হোসেনের মেয়ে নুরুন্নাহার (২০)।

ঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়ার খাদিজা আক্তার (৪০) মোট আটজনকে আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা করেন। তবে মামলার মূল আসামি লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন অভিযান শুরুর আগেই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল ও তার স্ত্রী লুনা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মানবপাচার ও পতিতাবৃত্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এর আগেও তারা একাধিকবার একই অভিযোগে গ্রেফতার হন। তবে কিছু ‍দিন পর জামিনে মুক্ত হয়ে আবারো একই অপরাধে জড়িয়ে পড়েন তারা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। মানবপাচার চক্রের মূলহোতা বিল্লাল ও তার স্ত্রী লুনাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।’