রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের হেলিপেট এলাকায় টলি (ছয় চাকা) গাড়ি উল্টে বিজয় চাকমা (২১) নামে হেলপার নিহত হওয়ার পর, চারদিন চিকিৎসাধীন থাকা সেই ড্রাইভারের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের মেরিন সিটি কলেজ হাসপাতলে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
এর আগে, গত শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার সাগরকে (৩০) চট্টগ্রামের পার্ক ভিউ হাসাপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দীর্ঘ চারদিন আইসিইউতে লাইভ সাপোর্টে রেখে চিকিৎসা চালিয়ে যায় পরিবার।
সাগর উপজেলার বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার সেকান্দর আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন যাবত টলি গাড়ি চালিয়ে নিজের পরিবার পরিজনের ভরণপোষণ পূরণ করে আসছেন।
পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৮টায় সাগরের মৃত্যুর পরপর তাকে চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। নিজ গ্রামেই দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে শুক্রবার রাত আনুমানিক ৯টায় উপজেলার ৪ নম্বর বগাচতর ইউনিয়নের হেলিপেট এলাকায় মালামাল নিয়ে আসার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। তৎক্ষনাৎ গুরতর অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছিলো সাগরকে।