বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগ ভারতে পালিয়ে গিয়েও দেশ নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা লকডাউনের নামে দেশে আগুনসন্ত্রাস চালাচ্ছে। নির্বাচন বানচালের চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে, দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে বাংলাদেশের মানুষ, বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র, এই নির্বাচন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের ধনকরা গ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমি ১৭ বছর আমার এলাকায় আসতে পারিনি। আমার মায়ের জানাজা পড়তে পারিনি। আমার এলাকায় ঈদের নামাজ পড়তে পারিনি। একটি দল ভারতে পালিয়ে গেছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করছে। প্রতিবেশী রাষ্ট্র ও সেই দেশে বসবাস করা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদীরা এই ষড়যন্ত্রে লিপ্ত। ফ্যাসিবাদী দলের প্রধান ও তাদের নেতাকর্মীরা বুঝতে পেরেছে নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতায় চলে আসবে তাই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দেশের প্রয়োজনেই দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার হস্তান্তর হওয়া এখন সময়ের দাবি।’
মো: নাজিম উদ্দিন শাহের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো: রহিম নেওয়াজ, এ হাই তালুকদার ডালিম, যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য মো: নাসিম উদ্দীন নাসিম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো: আব্বাস আলী নান্নু প্রমুখ।



