খাগড়াছড়িতে এনসিপির ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অনুষ্ঠানে এনসিপির খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক সদস্য বিএনপিতে যোগ দেন।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করছেন এনসিপির নেতাকর্মীরা
প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করছেন এনসিপির নেতাকর্মীরা |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিতে যোগদান করেছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে নবাগত সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি খাগড়াছড়ি কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

অনুষ্ঠানে এনসিপির খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক সদস্য বিএনপিতে যোগ দেন।

প্রধান অতিথি যোগদানকৃত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, ‘পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করে যাচ্ছে। আপনাদের যোগদান আমাদের দলকে শক্তিশালী করবে এবং আমাদের দলের প্রতি জনগনের আগ্রহ বাড়বে।’

এসময় তিনি আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।