‎সাঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সকালে ধান রোপণের কাজে তিনি নিজ বাড়ির পাশের জমিতে ছিলেন। হঠাৎ আকাশে মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হলেও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিগলকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

আব্দুল আজিজ হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামে আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে।

‎স্থানীয়রা জানান, সকালে ধান রোপণের কাজে তিনি নিজ বাড়ির পাশের জমিতে ছিলেন। হঠাৎ আকাশে মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হলেও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, প্রাথমিকভাবে বজ্রপাতেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।