চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

নিহত সাইফ বিন আনোয়ার (১১) হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের কাশারি বাড়ির আনোয়ার হোসেন লিটনের ছেলে।

ইলিয়াছ পাটওয়ারী, চাঁদপুর

Location :

Chandpur
বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু |নয়া দিগন্ত

চাঁদপুরের হাজীগঞ্জে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাইফ বিন আনোয়ার (১০) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) বিকেলে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার টিনশেড ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় সাইফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত সাইফ বিন আনোয়ার (১১) হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের কঁসারি বাড়ির আনোয়ার হোসেন লিটনের ছেলে। সে একই এলাকার আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সহপাঠীদের সাথে খেলতে যায় সাইফ। মাদরাসার টিনশেড ভবনে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সাইফ। মাদরাসার টিনসেড আগে থেকে বিদ্যুতের লাইন দেয়া ছিল। পরে সাইফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠায়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়দের অভিযোগ, মাদরাসার টিনসেডে কেনো লাইন দেয়া ছিলো? এ দুর্ঘটনায় শুধু সাইফ নয়, আহত হওয়ার সম্ভাবনা ছিল অনেকের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটন করে বিচারের দাবি জানায় স্থানীয়রা।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, ‘এ বিষয়ে কোনো তথ্য পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’