সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অবৈধ পথে আসা ভারতীয় মহিষ আটক অভিযান পরিচালনাকালে বিজিবি’র ওপর হামলার ঘটনার মামলায় আটক আসামি আরমান আলীকে (২৮) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৮ আগস্ট) সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শেফায়েত উল্লাহ এই আদেশ মঞ্জুর করেন।
আসামি আরমান আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়া’র ছেলে।
এর আগে গত ৬ আগস্ট (বুধবার) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি), লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার (১২৪০) হতে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যান্তরে উপজেলার নরসিংপুর ইউনিয়নে তেরাপুর গ্রামে আব্দুল আহাদের বাড়িতে ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আসা ভারতীয় মহিষ আটক অভিযানে বিজিবির ওপর হামলা করে চোরাকারবারি চক্রের সদস্যরা।
পরে বুধবার (৭ আগস্ট) লাফার্জ বিওপি ক্যাম্পের হাবিলদার রহিদুল ইসলাম বাদি হয়ে- দ্যা স্পেশাল পাওয়ার অ্যাক্ট-১৯৭৪ এর ২৫ বি/২৫ ডি তৎসহ ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬৩, দোয়ারাবাজার থানায় ১০ জনকে এজহারনামীয় এবং ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
এতে বুধবার সন্ধায় বিজিবি এবং র্যাব ( যৌথবাহিনী) গ্রেফতারি অভিযান পরিচালনা করে শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়া’র ছেলে আরমান আলীকে (২৮) তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।