চকরিয়ায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলচালক নিহত

মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলচালক নুরুল আজিম (৪২) নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক আরোহী।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Cox's Bazar
নয়া দিগন্ত

কক্সবাজারের চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলচালক নুরুল আজিম (৪২) নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক আরোহী।

শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার খুটাখালীর ফুলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আজিম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বউঘাটা এলাকার বাসিন্দা।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সকালের দিকে নুরুল আজিম নামে একজন মোটরসাইকেলচালক তার পেছনে ভাতিজি মুবিনা আক্তারকে নিয়ে রামু থেকে খুটাখালী যাওয়ার পথে ফুলছড়ির গেট এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে নুরুল আজিম ও তার ভাতিজি ছিটকে পড়েন। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরুল আজিমের। আহত অবস্থায় মুবিনা আক্তারকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে কক্সবাজার ঈদগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

তিনি আরো জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। পরে গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।