বেনাপোলে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপার আটক

বেনাপোলে ভারত থেকে আসা ট্রাকের ড্রাইভার ও হেলপারকে এয়ার পিস্তলসহ আটক করেছে বিজিবি। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)
এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপার আটক
এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপার আটক |নয়া দিগন্ত

ভারত থেকে আমদানিকৃত পণ্যবোঝাই একটি ট্রাকের ড্রাইভারের কাছ গুলিসহ একটি এয়ার পিস্তল জব্দ করেছে বিজিবি। এ সময় ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।

রোববার সকালে (৭ সেপ্টেম্বর) বেনাপোল বন্দরের ভিকেলস টার্মিনালে এ ঘটনা ঘটে।

আটক ড্রাইভার জানান, তার নিজের নিরাপত্তার জন্য এটি তিনি সাথে করে নিয়ে এসেছেন।

যশোর ঝুমঝুমপুর বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পরে ড্রাইভারের শরীর তল্লাশি করে একটি এয়ার পিস্তলসহ কিছু গুলি জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের ড্রাইভার গুরুজিৎ সাউলঙ্গা ও হেলপারকে আটক করা হয়।

আটক ড্রাইভার ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।