ফেনীতে হাফেজদের সম্মানে অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের মধ্যাহ্নভোজ

শুক্রবার দুপুরে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই দারুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় এ বিশেষ খাবারের আয়োজন করা হয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
নয়া দিগন্ত

ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশনে উদ্যোগে পবিত্র কোরআনের হাফেজদের সম্মানে বিশেষ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই দারুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় এ বিশেষ খাবারের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের ফেনী অফিস প্রধান ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান দারা, ফাউন্ডেশনের উপদেষ্টা শহীদুল ইসলাম মিয়াজী ও শাহ কামরুজ্জামান ভূঁইয়া।

মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘এখানে এসে ভিন্ন রকম অনুভূতি পেয়েছি, আমি অভিভূত হয়েছি। এটা যে শুধু দুনিয়াবি ফায়দা তা নয়, এটা আমাদের পরকালের দীর্ঘ মেয়াদি পরিকল্পনারও অংশ।’

তিনি বলেন, ‘ফেনীতে সুনামের জায়গা হলো সেচ্ছাসেবী সংগঠনগুলো। ৫ আগস্টের পর যখন সরকার ছিল না তখন এ সংগঠনগুলো কিভাবে কাজ করেছে তা আমরা দেখেছি। ফেনীতে যে বন্যা হয়েছিল সেখানে আমরা তাদের কাজ দেখেছি। অতীতে সেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করার ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি ছিল, এখন সেরকম বাধা আর নেই।’

আসাদুজ্জামান দারা বলেন, ‘হাফেজদের সম্মানে বিশেষ খাবারের আয়োজন অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের একটি মহৎ কাজ। এটা প্রশংসনীয় উদ্যোগ। এ আয়োজনগুলো বেশি বেশি হওয়া প্রয়োজন। এসব মহৎ কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’