মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী হামিদা আক্তার কুলসুমকে শ্বাসরোধ করে হত্যার মামলার প্রধান আসামি ঘাতক স্বামী মো: সাইমনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সাইমন কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়ার মো: কামাল উদ্দিনের ছেলে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম জানান, পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর কুমার রায় স্যারের দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত সাইমনের অবস্থান শনাক্ত করে মির্জাগঞ্জ থানা পুলিশ ও পটুয়াখালী জেলা পুলিশ কুমিল্লা জেলা পুলিশের সহায়তার কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। সাইমন গৃহবধূ হামিদা আক্তার কুলসুম হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। গ্রেফতার সাইমনকে মির্জাগঞ্জ থানায় নিয়ে আসা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, নিহত গৃহবধূর পিতা মো: আনসার আলী গাজী ৫ জানুয়ারি সাইমনকে প্রধান আসামি করে মির্জাগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
উল্লেখ্য, শনিবার বিকেলে স্বামী সাইমন মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন রোববার সন্ধ্যার পর থেকে কুলসুম-সাইমন দম্পতি ঘরের দোতলায় অবস্থান করছিলেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দোতলায় গিয়ে রুমের বিছানার উপর কুলসুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং সাইমন সেখান থেকে পালিয়ে গেছেন।



