স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে : ডা: তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রথম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Chauddagram
বক্তব্য রাখছেন ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের
বক্তব্য রাখছেন ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের |নয়া দিগন্ত

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, ১০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রথম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আবদুল্লাহ মো: তাহের বলেন, ‘যে যেই দলই করি না কেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। আর আমাদেরকে নির্বাচিত করলে দেশের মানুষের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না।’

তিনি আরো বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে এ যাবৎকালে নির্বাচনের জন্য গঠিত জোটসমূহের মধ্যে এবারের ১০ দলীয় জোটই হচ্ছে অত্যন্ত শক্তিশালী ও বৃহৎ জোট। এই জোটে স্বাধীনতা যুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ২৪ এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাদের দলসহ দেশের বড় ইসলামিক দলগুলো রয়েছে। অপরদিকে আমাদের প্রতিদ্বন্দ্বী জোট এখন সঙ্গীহীন এবং একা হয়ে পড়েছে।’

ভারতের আনন্দবাজার পত্রিকার সাথে তার এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করে ডা: তাহের জানান, ‘তারা আমাকে প্রশ্ন করেছে যে, আপনারা হিন্দুদের জায়গা দখল করেছেন কিনা? আমি বলেছি, এ দেশে হিন্দুদের অনেক জায়গা বেদখল হয়েছে। কিন্তু জামায়াতের একজন লোকও হিন্দুদের জায়গা দখল করেনি।’

সমাবেশে চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা মো: ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, শিল্পপতি মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নাঈম।

কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সেক্রেটারি ফরিদুজ্জামান রুবেল ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান নোমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন আড্ডা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মীর হারুনুর রশীদ, কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন মজুমদার ও হাজী রুহুল আমিন, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, ছুপুয়া মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, কালিকাপুর ইউনিয়ন আমির মাওলানা আবুল হাশেম, সেক্রেটারি মকবুল আহমেদ, শ্রমিক কল্যাণের সেক্রেটারি সাইফুল ইসলাম মজুমদার, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ আবু তাহের, মাওলানা হোসাইন মোরশেদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।