ময়মনসিংহের ভালুকায় বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও আগুনে পুরো পৌর এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভালুকা পৌর শহরে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ের সামনে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালান। পাল্টা প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেন। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে পৌর শহরের একাধিক এলাকায়। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপে এলাকা দীর্ঘ সময় অশান্ত থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হলেও সহিংসতা পুরোপুরি ঠেকানো যায়নি। সংঘর্ষে আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, আহত তিনজন বর্তমানে হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আবদুল্লাহ আল মামুন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের শুরু থেকেই উত্তেজনা থাকলেও প্রশাসন কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শক্তি প্রদর্শনের লড়াই সরাসরি সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আরো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।



