সুন্দরবনে অসুস্থ শরীর নিয়ে মাছ ধরতে গিয়ে শীতে আক্রান্ত হয়ে মোশারেফ হাওলাদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কেওড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের আ: হাকিম হাওলাদারের ছেলে। মৃত্যুর সময় একই নৌকায় ছিলেন তার বড় ভাই আলী হোসেন হাওলাদার।
সোনাতলা গ্রামের ভিলেজ টাইগার রেসপন্স টিমের (বিভিআরটি) দলনেতা মো: জাকারিয়া হোসাইন জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন মোশারেফ। কিন্তু জীবিকার তাগিদে জ্বর নিয়েই বড় ভাই আলী হোসেন হাওলাদারের সাথে সুন্দরবনে মাছ ধরতে যান তিনি। বড় ভাইয়ের সামনেই ছোট ভাইয়ের মৃত্যু হয়। বনে মাছ ধরারত জেলেদের নিরপত্তায় নজদারি বাড়ানোর দাবি জানান তিনি।
মৃতের ভাই আলী হোসেন হাওলাদার বলেন, ‘বিকেলের দিকে শীতের তীব্রতা বাড়লে আরো অসুস্থ হয়ে পড়েন মোশারেফ। সন্ধ্যা ৬টার দিকে নৌকায়ই তার মৃত্যু হয়। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।’
ওইদিন রাতেই মোশারেফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো: খলিলুর রহমান জানান, শীতজনিত কারণে জেলে মোশারেফের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা দুই ভাই আমাদের স্টেশন থেকে পাস নিয়ে বনের কেওড়াবুনিয়া খালে মাছ ধরতে গিয়েছিলেন।



