কর্ণফুলী টানেলের ভেতরে উল্টে গেল বাস, আহত ৫

‘অতিরিক্ত গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি হয়নি। নিরাপত্তার স্বার্থে বাসটি জব্দ করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
কর্ণফুলী টানেলের ভেতরে বাস উল্টে পাঁচজন আহত হয়েছেন
কর্ণফুলী টানেলের ভেতরে বাস উল্টে পাঁচজন আহত হয়েছেন |নয়া দিগন্ত

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে কর্ণফুলী টানেলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পতেঙ্গা থেকে আনোয়ারার উদ্দেশে যাচ্ছিল বাসটি। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির কারণে টানেলের ভেতরে প্রবেশের কিছুক্ষণ পরই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে ভেতরে থাকা কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর টানেল কর্তৃপক্ষ দ্রুত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।

টানেলে দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনীর কর্ণেল ফারুক আহমেদ বলেন, ‘অতিরিক্ত গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি হয়নি। নিরাপত্তার স্বার্থে বাসটি জব্দ করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

পতেঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিদর্শন বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বাসটি টানেল কর্তৃপক্ষ জব্দ করেছে। এখনো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি।